৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রমিক কর্মচারী ফেডারেশনের সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ১:২৩:০৫ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮ জুলাই মিছিল সমাবেশ করেছে সিলেট জেলা শাখা। নূন্যতম মজুরী ১৬ হাজার টাকা নির্ধারণ, অবাধ ট্রেড ইউনিয়ন ও গণতান্ত্রিক শ্রম আইনসহ ১১ দফা দাবিতে নগরীর সিটি পয়েন্ট থেকে একটি সুসজ্জিত মিছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট শহিদ মিনারে সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সিলেট জেলা শাখার সভাপতি সুশান্ত সিনহা সুমন এর সভাপতিত্ব ও জেলা সাধারণ সম্পাদক মেকলেসুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাজিদুল ইসলাম, সদস্য মহিতোষ দে মলয়, অজিত রায় প্রমুখ ।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে প্রবল দুঃশাসনের মধ্যে আজ শ্রমজীবি মানুষরা সবচেয়ে শোষণ নীপিড়নের মধ্যে আছে। সবধরনের মৌল মানবিক অধিকার বঞ্চিত এই শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন সারাদেশেই ধারাবাহিক অন্দোলন পরিচালনা করে আসছে। আগামীদিনে এই আন্দোলন আরো বেগবান করার লক্ষ্যে সাধারণ শ্রমজীবি মানুষদের এগিয়ে আসার আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি