চাঁদাবাজী ও সন্ত্রাসের অভিযোগে আইনজীবীর মামলা
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ১:২৯:৪৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সিলেট মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতে ভূমি খেকো, সন্ত্রাসী, চাঁদাবাজ দুলাল মিয়াসহ ৬ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৫/৬ জনকে অভিযুক্ত করে নালিশী দরখাস্ত দাখিল করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মুহিউদ্দিন।
আদালত ফৌজদারী কার্যবিধির ১৫৬ (৩) ধারা মোতাবেক মামলাটি এজাহার গন্যে ও ফৌজদারী কার্যবিধির ১৭৩ ধারায় প্রতিবেদন দাখিল করার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশ দেন।
অভিযুক্ত অন্যান্য আসামীরা হলেন, কাওছার আহমদ, বাবুল মিয়া, হাবিবুর রহমান রাজ্জাক, মাসুম আহমদ ও হোসেন মিয়া।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদালতে এজাহার হিসেবে গন্য করে প্রতিবেদন দাখিল করেন। যার স্বারক নং ৩৯৬৬(৪)/১ তারিখ ০৫/০৭/১৯ এ ঘটনায় ইতিপূর্বে জালালাবাদ থানায় মহিউদ্দিন অভিযোগ দিলে তা রেকর্ড করা হয়নি। মহিউদ্দিন জানান এ ঘটনায় র্যাব-৯ এর পরিচালক বরাবরে অভিযোগ করেন। যার স্মারক নং ৬০৬ তারিখ ২৫/০৬/১৯।