৪ দিন ধরে নিখোঁজ গ্যারেজ ব্যবসায়ী রফিকুল
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ১:৩১:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সিলেট বিমানবন্দর থানার কুরবান ভিলার বাসিন্দা গ্যারেজ ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪৮) গত ৪ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন। তিনি নগরীর আম্বরখানা থেকে নিখোঁজ হয়েছেন বলে জানা যায়। রফিকুল ইসলাম বিশ্বনাথ উপজেলার বিমাইঘর গ্রামের মৃত সিকন্দর আলীর পুত্র।
রফিকুল ইসলামের স্ত্রী শেফা বেগম জানান ৪ জুলাই অনুমানিক বিকাল ৩টায় তার সঙ্গে স্বামীর ফোনে কথা হয়। এসময় রফিকুল জানান তিনি আম্বরখানায় আছে, কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরবেন। এর কিছুক্ষণ পর রফিকুল ইসলামের ব্যবহৃত মোবাইলে ফোন দিলে তা বন্ধ পান শেফা। ঐদিন রাতে বাসায় না ফিরলে আত্মীয় স্বজনদের বাসায় খোঁজাখুজি করার পর তাঁর কোন সন্ধান পাওয়া যায় নি। এ ব্যাপারে এসএমপির বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
নিখোঁজ হওয়ার সময় রফিকুল ইসলামের গায়ে সাদা রঙের শার্ট ও কালো রঙের প্যান্ট পরিহিত ছিলো । তার গায়ের রং শ্যামলা, উচ্চতা অনুমানিক ৫ ফুট ৬ ইঞ্চি। কেউ তার সন্ধান পেলে ০১৭১৪-৭৬৯০০১ নম্বরে অথবা বিমান বন্দর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।