রিফাত হত্যা: রামদাসহ আরও একজন গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ২:০৬:৪২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক ::
বরগুনা শহরে প্রকাশ্য রাস্তায় শাহনেওয়াজ রিফাত শরীফকে যে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয় সেটি উদ্ধার করা হয়ছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া হত্যার সঙ্গে জড়িত অভিযোগে আরিয়ান সাবা নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
সদর থানার পরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, সোমবার সকালে তারা মামলার ২ নম্বর আসামি রিফাত ফরাজীকে সঙ্গে নিয়ে রামদা উদ্ধার করতে যান বরগুনার সরকারি কলেজ ক্যান্টিনের পূর্বপাশের ডোবায়। “তার দেখানো জায়গা থেকে সকাল ৯টা ৩৫ মিনিটে রামদাটি উদ্ধার করা হয়।”
আরিয়ান সাবাকে গ্রেফতার সম্পর্কে তিনি বলেন, ‘ভোর সাড়ে ৪টার দিকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে আরিয়ান সাবাকে গ্রেফতার করা হয়।’ আরিয়ান সাবা বরগুনার বাজার সড়কের ইউনুস সোহাগের ছেলে। পরিদর্শক হুমায়ুন বলেন, এ মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে এজাহারভুক্ত পাঁচজন। আর মোট ছয়জন হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
মামলার প্রধান আসামি নয়ন বন্ড মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। ২ নম্বর আসামি রিফাত ফরাজীকে ৭ দিনের জন্য, ১২ নম্বর আসামি টিকটক হৃদয়, সন্দেহভাজন কামরুল হাসান সাইমুন ও রাফিউল ইসলাম রাব্বীকে ৫ দিনের জন্য হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গত ২৫ জুন সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের কলেজ রোডে রিফাত শরীফকে (২৩) স্ত্রীর সামনেই কুপিয়ে জখম করে একদল যুবক। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রিফাতের মৃত্যু হয়।