চেম্বারের নির্বাচনী বোর্ড চেয়ারম্যানের সাথে ব্যবসায়ী ফোরামের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ২:১৬:৪২ অপরাহ্ন
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর নির্বাচনের তপশীল তারিখ পেছানোর লক্ষ্যে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান ও সদস্য এডভোকেট সৈয়দ শামীম আহমদের সাথে মতবিনিময় করেছেন গণতান্ত্রিক ব্যবসায়ী ফোরামের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ কার্যালয়ে এ সাক্ষাতে মিলিত হন নেতৃবৃন্দ। এ সময় ব্যবসায়ী প্রতিনিধি দল সিলেট চেম্বারের আগামী নির্বাচন সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে বিভিন্ন দাবী-দাওয়া তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক ব্যবসায়ী ফোরামের সভাপতি আজিজুর রহমান সুন্দর, সাধারণ সম্পাদক শহীদ চৌধুরী সাজু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক মো. আব্দুজ জব্বার শাহী, ধর্ম বিষয়ক সম্পাদক মিলাদ আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এহসানুল হক তাহের, সদস্য ইঞ্জিনিয়ার সাইদ আহমদ, জিন্দাবাজার ব্যবসায়ী প্রতিনিধি মিলন হোসেন, উপশহর ব্যবসায়ী প্রতিনিধি ইমাম আহমদ, গোলাম আক্তার ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি