মানবপাচার মামলায় দুই ট্রাভেলস ব্যবসায়ী কারাগারে
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ২:২৩:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সিলেটে মানবপাচার মামলায় জিন্দাবাজার ‘বি.কে এয়ার সার্ভিসে’র স্বত্তাধিকারী বশির আহমদ ও খিজির আহমদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক আবুল কাশেমের আদালতে গতকাল সোমবার দুই ব্যবসায়ী হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশ তাদেরকে কারাগারে নিয়ে যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা জায়, সিলেটের দক্ষিণ সুরমার ইনাত আলীপুর গ্রামের লেছু মিয়ার পুত্র জিল্লুর রহমান (২৪) গত ৯ এপ্রিল লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাযোগে তিউনিশিয়ার সাগরে পানিতে ডুবে মারা যান। এ ঘটনায় তার পিতা লেছু মিয়া বাদী হয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় ‘বি.কে এয়ার সার্ভিসে’র স্বত্তাধিকারী ইনাত আলীপুর গ্রামের হাজী আনসার আলীর পুত্র বশির আহমদ ও দক্ষিণ সুরমার সিরাজপুর গ্রামের হাজী চান্দ আলীর পুত্র খিজির আহমদসহ অজ্ঞাত ১/২ আসামী করে মামলা দায়ের করেন।
এ মামলার আসামী খিজির আহমদ ও বশির আহমদ গত ২০ জুন উচ্চ আদালত থেকে ৩ সপ্তাহের আগাম জামিন নেন। গতকাল সোমবার তারা নি¤œ আদালতে আত্মসমর্পন করে পুনরায় জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশ তাদেরকে কারাগারে নিয়ে যায়।