মাহা হত্যা মামলায় সৎ মায়ের রিমান্ড শুনানি আজ
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ২:২৭:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
শহরতলীর কুমারগাও ব্রীজের উপর থেকে ৫ বছরের শিশুকে সুরমা নদীতে ফেলে হত্যার ঘটনায় অভিযুক্ত সৎমা সালমা বেগমকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। আজ মঙ্গলবার সিলেটের মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে রিমান্ড শুনানির কথা রয়েছে। শহরতলীর কুমারগাও ব্রীজের উপর থেকে গত শুক্রবার বিকেল ৩টার দিকে সৎমা সালমা বেগম (২৮) তার সতিনের মেয়ে মাহা (৫)কে সুরমা নদীতে ছুড়ে ফেলে দেন। পরে মাহার লাশ উদ্ধার করা হলে সালাম বেগমকে আসামী করে হত্যা মামলা করা হয়।
এ ঘটনায় মাহার পিতা জিয়াউল হক এস.এম.পি’র জালালাবাদ থানায় বাদী হয়ে মেয়ে হত্যার অভিযোগে মামলা করেন। এর আগে যে দিন মাহাকে নদীতে ফেলা হয় তৎক্ষনাত স্থানীয় জনতার সহায়তায় পুলিশ সালমা বেগম (২৮) কে গ্রেফতার করে। পরে পুলিশ সালমা বেগমকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চায়। আদালত আজ মঙ্গলবার তার রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত।