শ্রীমঙ্গলে তক্ষক পাচারের অভিযোগে আটক ৫, তক্ষক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ২:৩৭:১৭ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তক্ষক পাচারের অভিযোগে পাঁচ পাচারকারী সদস্যকে আটক করেছে থানা পুলিশ। রোববার সন্ধ্যায় শহরের শান্তিবাগ আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় পুলিশ তাদের হেফাজত থেকে একটি তক্ষক উদ্ধার আটক করে।
আটককৃতরা হলো, মোঃ মোশাহিদ মিয়া (৩৫), মোঃ আলী হাসান মাসুক (৩০), মোঃ আফরোজ মিয়া (৩৫), মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের শান্তিবাগ এলাকার আকবর উল্ল্যার পুত্র মোঃ আব্দুল ছালাম (৫৫), মোঃ কাউছার মিয়া (২৪)।
সোমবার বিকেল তিনটায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের শান্তিবাগ আবাসিক এলাকার সালাম বাবুর্চির বাসা থেকে ২২০ গ্রাম ওজনের একটি তক্ষকসহ পাঁচ পাচারীকে আটক করা হয়। তারা তক্ষকটিকে শায়েস্তাগঞ্জ থেকে সিলেটের এক পার্টির কাছে বিক্রির উদ্দ্যেশে শ্রীমঙ্গলে নিয়ে এসেছিল। পাচারকারীরা জানিয়েছে তক্ষকটির বাজারমূল্য ৮/১০ লক্ষ টাকা হবে।