সিলেট কারাগারের বিদায়ী প্রধান কারারক্ষী মো. মোজাহের আলী সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ২:৩৯:৩১ অপরাহ্ন
সিলেট কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী মো. মোজাহের আলী অবসর গ্রহণ করেছেন। রোববার রাত ৮টায় সিলেট কেন্দ্রীয় কারাগারের উদ্যোগে এ উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও জেলার মো.আবু সায়েমের পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন কারা উপ মহাপরিদর্শক পার্থ গোপাল বনিক।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থিত ছিলেন ডেপুটি জেলার মো. সালাম তালুকদার, নুরুল মবিন, নুর মোহাম্মদ সোহেল, হাবিবুর রহমান, জুবায়ের আহমদ, সার্জেন্ট শফিউল আলম, সর্ব প্রধান রক্ষি আব্দুল লতিফ, কাজি আনোয়ারুল হক, মো. ইউনুছ, ফার্মাসিস্ট আজাদ মিয়া, প্রধান কারারক্ষী নুরুল ইসলাম, সত্যজিৎ ব্যানার্জি, অলি উল্লাহ, মনফর আলি, আবুল হুসেন, আব্দুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি