জৈন্তাপুরে কিশোরীর অত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ২:৪৩:১৭ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি ::
জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কমলাবাড়ী মোকামটিলা গ্রামে এক কিশোরী আত্মহত্যা করেছে। নিহত কিশোরীর নাম সুলতানা বেগম (১২)। গতকাল সোমবার সকাল ৮টায় ঘরের টিনের চালের তিরের সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
সুলতানা জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের কমলাবাড়ী মোকামটিলা গ্রামে সৎ বাবা সেলিম উদ্দিনের সাথে বসবাস করতো। বাড়ীর মালিক আশপাশের লোকজনকে অবহিত করে বিষয়টি পুলিশকে জানালে জৈন্তাপুর মডেল থানার এসআই প্রদীপ কুমার রায় ঘটনাস্থল থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এলাকাবাসী সূত্রে জানা যায় সুলতানা পিতার মৃত্যুর পর তার মায়ের দ্বিতীয় বিয়ে হয় সেলিম উদ্দিনের সাথে। বিয়ের পর সুলতানার মাকে বিদেশ পাঠিয়ে দেয় সেলিম উদ্দিন, এরপর থেকে সুলতানাকে নিয়ে সেলিম উদ্দিন বিভিন্ন জায়গায় বাড়ী ভাড়া নিয়ে বসবাস করে আসছে। সর্বশেষ মোকাম টিলার রঙ্গন বিবির বাড়ী ভাড়া নেয়ে সেলিম উদ্দিন।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার এস.আই প্রদীপ কুমার রায় বলেন, সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করি। সুরতহাল রির্পোট তৈরী করে সিলেট এম.এ.জি ওসমানি হাসপাতালে প্রেরণ করি। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।