সরকার প্রতিবন্ধীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে — এম কাজী এমদাদুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ২:৫২:১৫ অপরাহ্ন
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেছেন, সরকার প্রতিবন্ধীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবহিল অংশ বা বোঝা নয়। তারা এ দেশের নাগরিক। সুস্থ সবল মানুষের মত সর্বক্ষেত্রে তাদের অধিকার রয়েছে। তিনি বলেন, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন মান উন্নয়নে ও তাদেরকে মানব সম্পদে পরিণত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সেই সব কার্যক্রমকে কাজে লাগিয়ে প্রতিবন্ধীদের দক্ষ মানব সম্পদে পরিণত করতে আমাদেরকে কাজ করতে হবে।
তিনি গতকাল সোমাবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে সেন্টার ফর সার্ভিসেস এন্ড ইনফরমেশন অন ডিজএ্যাবিলিটি (সিএসআইডি) এর উদ্যোগে পারসন্স উইথ ডিজএ্যাবিলিটিস লোকাল ইনেসিয়েটিভস ফর এ্যাডভান্সমেন্ট বাই নার্চারিং ট্যান্সফরমেশান (প্লায়ান্ট) প্রজেক্ট সিলেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালন নিবাস রঞ্জন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের সিভিল সার্জন ডাঃ হিমাংশ লাল রায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বায়েজিদ খান। স্বাগত বক্তব্য রাখেন সিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম।
সিএসআইডি’র প্রজেক্ট ম্যানেজার খ.ম আবেদ উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিসি সেন্টারের ইনচার্জ মধু সুদন চন্দ, সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কাউন্সিলর শাহানারা বেগম, গোলাপগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন, সৈয়দ আব্দুল কুদ্দুস, দেওয়ান ছালামত রাজা চৌধুরী প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মিজানুর রহমান নুর। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, জিও, এনজিও’র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি