দু’দিনেও নিখোঁজ ছাত্র আবিরের সন্ধান মিলেনি : আবারো নৌকাডুবে শ্রমিক নিহত
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ২:৫৮:০৭ অপরাহ্ন
আবুল হোসেন, কোম্পানীগঞ্জ থেকে ::
কোম্পানীগঞ্জে আবারো নৌকাডুবিতে এক শ্রমিক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে গত রোববার ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় নিখোঁজ লিডিং ইউনিভার্সিটির ছাত্র হাসানুর রহমান আবিলের সন্ধান এখনো মিলেনি। দু’দিন ধরে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নিখোঁজের স্বজন ও স্থানীয়রা ধলাই নদীর বিভিন্ন স্থানে নানাভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর ১২ টার দিকে ধলাই নদীর দয়ার বাজার এলাকায় ছাতক অভিমুখী দুটি বালুবাহী ইঞ্জিনচালিত নৌকা প্রতিযোগিতা করে যাচ্ছিল। এতে করে দুটি নৌকার মধ্যে সংঘর্ষ বাধলে ১ টি নৌকা ডুবে যায়। ডুবে যাওয়া নৌকার মধ্যে থাকা ৩ যাত্রীর মধ্যে ১ জন ভেতরে আটকা পড়ে। অপর দুই নৌকার মাঝি সাঁতরে নদীর পারে উঠতে সক্ষম হয়। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নৌকার ভেতর নিখোঁজ শ্রমিকের লাশ রয়েছে বলে নিশ্চিত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকাল ৫টা পর্যন্ত নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করতে পারেনি ডুবুরি দল। নিখোঁজ শ্রমিকের নাম পাভেল (৩৬), সে সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের নুরুল আমিনের পুত্র।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী ও থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এই প্রতিবেদকের সাথে দুজনের কথা হলে তারা দুজনেই জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধারের চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের ডুবুরিদল লাশ উদ্ধারের জন্য স্থানীয় ডুবুরিদের সহায়তা নিয়েও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। অপরদিকে, সাদাপাথর এলাকায় লিডিং ইউনিভার্সিটির ছাত্র হাসানুর রহমান আবিলের সন্ধানে ডুবুরিদল উদ্ধার অভিযান পরিচালনা করলেও এখনো নিখোঁজ ছাত্রের সন্ধান মিলেনি।
উল্লেখ্য যে, গত রোববার গভীর রাতে ধলাই নদীর টুকের বাজার এলাকায় নৌকাডুবে নাঈম হোসেন (১৮) ও জমির হোসেন (১৫) নামের দুই শ্রমিক নিহত হয়। একইদিনে সাদা পাথর এলাকায় বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে বেসরকারি লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষবর্ষের ছাত্র হাসানুর রহমান আবিল সাতার কাটতে গিয়ে নিখোঁজ হয়।