কিশোরী মোহনের সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল জলিলের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ৫:০১:৪৯ অপরাহ্ন
নিজস্ব সংবাদদাতা ::
নগরীর কিশোরী মোহন (বালক) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল জলিল সোমবার (৮ জুলাই) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন।
জীবনে সফল বহু ছাত্রের শিক্ষক আব্দুল জলিলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ মঙ্গলবার বাদ জোহর নামাজে জানাজা শেষে শাহপরানের কল্লগ্রাম কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। তিনি এক পুত্র তিন কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।