কালিঘাট থেকে রিভলবার ও শর্টগানসহ ১জন আটক
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৯, ৬:৫৬:১৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
গোপন সংবাদের ভিত্তিতে নগরী থেকে বিদেশী রিভলবার, একটি শর্টগান, গুলি ও কার্তুজসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১ টায় কালিঘাট শাহচট রোডের সাত্তার ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তি নগরের কাজীটুলা এলাকার মৃত আব্দুল মোনাফের পুত্র কাইয়ুম (৩৮)।
র্যাব-৯ এর উইং কমান্ডার মোঃ আসাদুজ্জামান ও এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় অস্ত্র ব্যবসায়ী কাইয়ুমের কাছে থাকা একটি বিদেশী রিভলবার, একটি শর্টগান, ২ রাউন্ডগুলি ও কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মোঃ শওকাতুল মোনায়েম।