এয়ার ইন্ডিয়ায় জমজমের পানি বহন নিষিদ্ধ : অতঃপর ক্ষমা প্রার্থনা
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ১:২১:২৫ অপরাহ্ন
গঙ্গাজলকে মাথায় তুলে রাখলেও পবিত্র জমজমের পানি পরিবহন নিষিদ্ধের ঘটনা ঘটেছে ভারতীয় বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’য়। অবশ্য পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। জানা গেছে, এয়ার ইন্ডিয়ার একটি এয়ারক্রাফটে জমজমের পানি বহন নিষিদ্ধ করা হলে প্রবাসী যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ অবস্থায় গতকাল (মঙ্গলবার) এয়ার ইন্ডিয়া টুইটারে একটি বার্তা প্রদান করে-এয়ার ইন্ডিয়া ১৯৬৬ এবং এয়ার ইন্ডিয়া ১৯৬৪-এর ফ্লাইটে জমজমের ক্যান বা পাত্র বহন না করা প্রসঙ্গে আমাদের বক্তব্য হচ্ছে, আমরা এই মর্মে ব্যাখ্যা প্রদান করছি যে যাত্রীরা তাদের অনুমোদিত ব্যাগেজ বা মালপত্রের মধ্যে জমজমের ক্যান বা পাত্র পরিবহন করতে পারবেন। অনুগ্রহপূর্বক অসুবিধা সৃষ্টির জন্য আমাদের ক্ষমা করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক এয়ার ইন্ডিয়ার জনৈক কর্মকর্তা নিশ্চিত করেন যে, স্থান সংকুলানের অভাবে স্বল্প পরিসর এয়ারক্রাফটে জমজমের পানি পরিবহন নিষিদ্ধ করা হয়।
অপর এক কর্মকর্তা বলেন, ২০১৪ সালে জেদ্দা থেকে ভারতে সরাসরি জমজমের পানির বোতল পরিবহনের ব্যাপারে একটি চুক্তি হয় এবং হজ্ব যাত্রীদের ফিরে আসার পর তাদের মাঝে বিতরণ করা হয়। কর্মকর্তা বলেন, ‘আমরা বিষয়টি সুরাহার লক্ষ্যে কাজ করছি। এয়ার ইন্ডিয়ার অধিকাংশ ফ্লাইট ভারত থেকে সৌদী আরবে পরিচালিত হয় বিশেষভাবে ভারতের মুম্বাই ও দিল্লীর মতো বড়ো নগরীসমূহ থেকে। আর এসব ক্ষেত্রে সুপরিসর বিমান ব্যবহৃত হয়। এসব বিমানে জমজমের পানি বহনের অনুমতি আছে।
অনুবাদ : নিজাম উদ্দীন সালেহ
সূত্র : খালিজ টাইমস্