এক গুচ্ছ আঙ্গুরের দাম ৯ লাখ টাকা!
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ১:১৯:১৯ অপরাহ্ন
কল্পনা করতে পারেন, এক গুচ্ছ আঙ্গুরের দাম প্রায় ৯ লাখ টাকা! হ্যাঁ, সম্প্রতি জাপানে এক গুচ্ছ লাল আঙ্গুর প্রায় ৯ লাখ টাকায় বিক্রি হয়েছে। মৌসুমের প্রথম নিলামে এটা বিক্রি হয়েছে। গত এক যুগে এই জাতের আঙ্গুরের এটাই সর্বোচ্চ মূল্য।
‘রুবি রোমান’ নামে পরিচিত এই আঙ্গুর অত্যন্ত রসালো এবং এতে প্রচুর সুগার রয়েছে। ইশিকাওয়া প্রিফ্রেকচুরেল সরকার এর জন্মানো ও উন্নয়নের সাথে জড়িত। প্রতিটি আঙ্গুরের ওজন ২০ গ্রামেরও বেশী। কিয়োডো নিউজ এজেন্সী এ তথ্য জানিয়েছে।
হায়াকুরাকুমো নামক একটি কোম্পানী একজন পাইকারের মাধ্যমে এ আঙ্গুর ক্রয় করে কানাজাওয়ার কেন্দ্রীয় পাইকারী বাজারে এনে নিলামে বিক্রি করে। জেএ জেন্নোহ ইশিকাওয়া নামক একটি সমবায় খামার অনুসারে সেপ্টেম্বরের শেষভাগে ২৬ হাজার গুচ্ছ রুবি রোমান অর্থাৎ লাল আঙ্গুর বাজারজাত করা হবে।
সূত্র : কিয়োডো নিউজ এজেন্সি