২০২০ সালের মধ্যে সিলেটকে ডিজিটাল বিভাগে রূপান্তরিত করা হবে : বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ১:২৯:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ বলেছেন, ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে সিলেট বিভাগকে ডিজিটাল বিভাগে রূপান্তরিত করা হবে। এ লক্ষে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। ডিজিটাল সিলেট বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন নব নিযুক্ত বিভাগীয় কমিশনার।
গতকাল মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় এই সহযোগিতার কথা তুলে ধরেন। সভায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার প্রত্যেক মানুষের কাছে অতি সহজে প্রতিটি সেবা পৌছে দিতে নানাবিধ প্রকল্প বাস্তবায়ন করছে। নাগরিক সেবা সমূহ স্বল্প খরচে পেতে এবং দূর্নীতি হ্রাস করার জন্য সরকার দিনে দিনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে ডিজিটালের আওতায় নিয়ে আসছে। ২০২০ সালের মধ্যে সিলেট বিভাগকে ডিজিটাল বিভাগ হিসেবে রূপান্তরিত করার নানান দিক তুলে ধরেন তিনি।
মতবিনিময় সভায় তিনি জানান সিলেটের পর্যটন নিয়ে একটি অ্যাপস তৈরী করা হবে যেখানে একজন পর্যটক খুব সহজে সব সেবা গ্রহন করতে পারবে। ডিজিটাল বিভাগ রূপান্তরের পাশাপাশি সিলেটের পর্যটন উন্নয়নেও নতুন পরিকল্পনা হাতে নেওয়া হবে বলে জানান তিনি। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল।
মতবিনিময় সভায় অংশগ্রহকারীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, তামাবিল পয়েন্টে মুক্তিযোদ্বা চত্তর নির্মান করা যেতে পারে। গোয়াইনঘাটের পর্যটন বিকাশে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া সালুটিকর-গোয়াইনঘাট ভায়া জাফলং সড়কটিকে নতুন প্রকল্পের মাধ্যমে স্থায়ীত্বশীল ও টেকসই উন্নয়নের পরিকল্পনা গ্রহন করা হবে। মহান স্বাধীনতার যুদ্ধে শহীদদের গণকবর যথাযথ মর্যাদায় উন্নীত করা হবে। তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে আধুনিক চাষাবাদে কৃষকদের আগ্রহী করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আবুল কালাম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো ফজলুল হক, সহকারী কমিশনার (ভূমি) নাজমুনারা নাঈম, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খালেদ আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র পাল ছানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহান উদ্দিন, উপজেলা প্রকৌশলী রাসেন্দ্র চন্দ্র দেব, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর কর্মকর্তা মো: সিদ্দিকুর রহমান, জাফলং বন বিট কর্মকর্তা মো আব্দুল খালিক, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মনজুর আহমদ, সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি হুমায়ুন কবির লিটন ,সদস্য আব্দুল আহাদ , উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন, ব্যবসায়ী নেতা বাবলু বখত, আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, মিনহাজুর রহমান ও ব্যবসায়ী বাবলু বক্ত চৌধুরী প্রমুখ।