জেলা গোয়েন্দা পুলিশের হাতে বিড়িসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ২:৫২:২০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সিলেট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে বিয়ানীবাজারের টিকরপাড়া থেকে বিদেশি বিড়িসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে গোয়েন্দা শাখা (উত্তর) এর ওসি সাইফুল আলমের নেতৃত্বে একটি সিএনজি চালিত অটোরিকশাসহ তাদের আটক হয়। আটককৃতরা হলো এলন মিয়া (৩২) এবং নজরুল ইসলাম (৩২)।
এসময় তাদের কাছ থেকে ৮৪ হাজার পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাছিরুদ্দিন বিড়ি ও ২০ হাজার পিস বিদেশি ক্লাসিক বিড়ি জব্দ করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে আটক আসামীদ্বয়ের মধ্যে এলন মিয়ার বিরুদ্ধে ৩টি চোরাচালান মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে তারা জানতে পেরেছে। এ ব্যাপারে এসআই মিজানুর রহমান বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি এজাহার দাখিল করেছেন।