মুরাদপুর থেকে তিন ছিনতাইকারী আটক
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ২:৫৫:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
শহরতলীর শাহপরান থানা এলাকার মুরাদপুর তিন ছিনতাইকারীকে আটক করেছে শাহপরান থানা পুলিশ। মঙ্গলবার বিকাল ৫ টার দিকে ওসি আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে ব্যাপক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো টিটুল আহমেদ রাসেল, মো. রাসেল আহমদ এবং শাফিয়ান আলী।
পুলিশ জানায় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে খাদিমপাড়া এফআইভিডিবি কল্লগ্রাম ব্রাঞ্চের মাঠকর্মী কামরান আহমদ চৌধুরী দাসপাড়া এলাকা থেকে গ্রাহকদের কাছ থেকে আদায়কৃত ঋণের ৭০ হাজার ২শ ২৫ টাকা নিয়ে এফআইভিডিবি ব্রাঞ্চ অফিসে ফেরার পথে দাসপাড়া ৬নং রোডের মুখে পৌঁছা মাত্র একটি সাদা রংয়ের নোহা গাড়ী যার রেজিঃ নং-চট্ট মেট্রো চ-১১-১১৯৮ যোগে কয়েকজন ছিনতাইকারী বাইপাসের দিক থেকে দ্রুত গতিতে এসে তাকে ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে টাকার ব্যাগ পালিয়ে যায়।
এসময় কামরানের কাছ থেকে বর্ণনা শুনে ঘটনাস্থল দিয়ে মোরসাইকেল করে যাওয়া মোগলাবাজার থানার এএসআই মোঃ ইকবাল হোসেন ছিনতাইকারীদের মাইক্রোবাসকে ধরার জন্য অগ্রসর হলে, বাইপাস সড়কের নতুন ক্যান্টনমেন্টের বিপরীতে অবস্থিত কাঁচা লংকা রেষ্টুরেন্টের সামনে মাইক্রোবাসটি (নোহা) গাড়ীটি দ্রুত গতিতে একটি সিএনজি অটো রিকশাকে ধাক্কা দিয়ে টাকার ব্যাগসহ পালিয়ে যায়। খবর পেয়ে শাহপরাণ থানার ওসির নেতৃত্বে অন্যান অফিসার ও ফোর্স সহ ছিনতাইকারীদের পালানোর রাস্তা অনুসরণ করে তাৎক্ষনিক ভাবে স্থানীয় জনতার সহায়তায় বিকাল সোয়া ৫টার দিকে গোলাপগঞ্জ থানাধীন পাঁচমাইল এলাকা হতে ছিনতাইকৃত টাকা সহ ছিনতাইকারী টিটুল আহমেদ রাসেল (২০)’কে এবং অপর ২ ছিনতাইকারী মোঃ রাসেল আহমদ (২০) এবং শাফিয়ান আলী (২০)’দের স্থানীয় জনতার সহায়তায় অত্র শাহপরাণ (রহঃ) থানাধীন মীরেরচক কুইটুক এলাকা থেকে বিকাল সাড়ে ৫টার দিকে আটক করেন। এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি রামদা, ১টি চাকু উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত ছিনতাইকারীরা তাদের উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং ছিনতাইয়ের ঘটনার কথা স্বীকার করে।