যারা বড় বড় কথা বলে তাদের অনেকেই রাতের অন্ধকারে মাদক সেবন করে — পুলিশ সুপার ফরিদ উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ২:৫৮:৪৩ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি:
যারা বড় বড় কথা বলে তাদের অনেকেই রাতের অন্ধকারে মাদক সেবন করে। মাদক সেবীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই কঠোর অবস্থানে। পুলিশ প্রশাসনের কেহ মাদকের ব্যাপারে সামান্য করুণা দেখালে ছাড় নেই। মাদককে অবশ্যই নির্মুল করতে হবে। মাদক সেবন ও মাদক ব্যবসা বন্ধ না করে শান্তিপূর্ণ সমাজ গঠন কোন ভাবেই সম্ভব নয়। যারা মাদকের সঙ্গে জড়িত তাদেরকে হুশিয়ার করে দিচ্ছি ওইসব অপকর্ম ছেড়ে দিন, না হয় কি পরিণতি ভোগ করতে হবে তা হয়তো অনুমান করতে পারছেন না। গোলাপগঞ্জে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন উপরোক্ত কথা গুলো বলেন।
গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরীর সভাপতিত্বে, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ অপারেশন আবুল কাশেমের উপস্থাপনায় ও থানা মসজিদের ইমাম আব্দুল মালিকের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টিত মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুর রহমান। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, মাদকের টাকায় যারা বাড়ী গাড়ী কিনে বিলাসী জীবন যাপন করছেন তাদের খুঁজে বের করা হচ্ছে। তিনি জঙ্গিবাদের বিষয়ে তার বক্তব্যে বলেন জঙ্গিবাদ সৃষ্টির পিছনে স্বাধীনতা বিরোধ চক্রের ইন্দন রয়েছে। প্রধানমন্ত্রীর আহবানে জঙ্গি বিরোধী অবস্থানে আজ সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ। আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত রাখতে ঐক্যবদ্ধ ভাবে জঙ্গিবাদ মোকাবিলায় কাজ করা প্রয়োজন। এসময় তিনি আরো বলেন, জনগন থানায় গিয়ে জিডি করতে কোন টাকা লাগবে না। যদি কোন লোককে পুলিশ অযথা হয়রানী করে তা হলে রেহাই নেই। সেই পুলিশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সাম্প্রতিক সময়ে পুলিশ বিভাগে নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিলেটের পুলিশ সুপার বলেন, স্বচ্ছভাবে পুলিশ বিভাগে লোক নিয়োগ করা হয়েছে। ফলে কোন ধরনের ঝামেলা বা হয়রানি ছাড়াই মেধা অনুসারে ৫৫ জন পিতৃহারা সন্তান চাকুরী পেয়েছে। ৩ শ জনেরও অধিক চাকুরী পেয়েছে যাদের পরিবারের আর কোন লোক সরকারি বা বেসরকারি চাকুরীতে নেই। পুলিশ নিয়োগের ব্যাপারে যে চ্যালেঞ্জ গ্রহন করেছিলাম সকলের সহযোগীতায় তাতে সফল হয়েছি। সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের জন্য তিনি আহবান জানান।
গোলাপগঞ্জ মডেল থানা আয়োজিত মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) লুৎফুর রহমান, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কামান্ডার মোহাম্মদ তোতা মিয়া, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, পৌর আওয়ামীলীগের সেক্রেটারী সৈয়দ মিছবাহ উদ্দিন, জেলা পরিষদ সদস্য হাসিনা বেগম, মুক্তিযোদ্ধা কামান্ডার শফিকুর রহমান, সাবেক কামান্ডার আছমান উদ্দিন, ইউপি চেয়ারম্যান এমএ মুমিত হীরা, সাংবাদিক ইউনুস আহমদ। এছাড়া সুধী মন্ডলীর পক্ষে বক্তব্য রাখেন ফরহাদ রুবেল, সুমন আলী, আব্দুল লতিফ সরকার, আলীম উদ্দিন বাবলু, আব্দুল হানিফ খান, ইসমাইল আলী মেম্বার প্রমুখ।