বোরহান উদ্দিন সোসাইটির দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ৯:২০:২৮ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি পূর্ণাঙ্গ কমিটি গঠন ও নির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক গত ৬ জুলাই রাতে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে ও মেধা যাচাই পরীক্ষার উপ পরীক্ষা নিয়ন্ত্রক ওয়াসিম আহমেদ নিশান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এর আগে সোসাইটির দ্বি-বার্ষিক কাউন্সিলে এম মুহিবুর রহমান মুহিব কে পুনরায় চেয়ারম্যান ও মিজানুর রহমান রাসেলকে মহাসচিব নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান মোঃ ফজলুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান জুবায়ের আলী আহমদ, শেখ কামরুল হাসান, মহাসচিব মিজানুর রহমান রাসেল, যুগ্ম মহা সচিব নাফিজ ইমতিয়াজ চৌধুরী, সাংগঠনিক সচিব মোঃ সোহান হুসাইন হেলাল, যুগ্ম সাংগঠনিক সচিব মোঃ সাইফুর রহমান চৌধুরী, অর্থ সচিব মোঃ নাজমুল হুসাইন, যুগ্ন অর্থ সচিব রুমেল আহমদ, প্রচার ও প্রকাশনা সচিব রোটারেক্টর দুলাল হোসেন জুমান, যুগ্ম প্রচার ও প্রকাশনা সচিব সাব্বির আহমদ তপু, দপ্তর সচিব মোঃ সিরাজুল হাসান, যুগ্ম দপ্তর সচিব এসএম বশির আহমদ, সমাজকল্যাণ সচিব এম জুনেদ আহমদ, যুগ্ন সমাজকল্যাণ সচিব ফয়েজ আহমদ, রুমান সাদিক।
এছাড়াও কার্যকরী পরিষদ সদস্য, মেধা যাচাই পরীক্ষা পরিচালনা কমিটি, নির্বাহী পরিচালক (উপ-নিয়ন্ত্রক) পদে আরো অনেককে দ্বায়িত্ব দেয়া হয়।