সুনামগঞ্জে ঢলের পানিতে সড়ক প্লাবিত
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ৯:২৬:৫০ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি ::
গত ২দিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে কারনে আবারো সুনামগঞ্জ তাহিরপুর সড়কের ২ কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। এতে করে সুনামগঞ্জ তাহিরপুর সড়কে যান চলাচল বন্ধ আছে। গত সোমবার বিকাল থেকে পাহাড়ি ঢলের ফলে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর ও শক্তিয়ারখলা এলাকায় সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন এই সড়ক দিয়ে যাতায়াতকারী জনসাধারণ। সড়কের দু’পাশে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল সোমবার বেলা ১২ টা থেকে মঙ্গলবার ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করেছে পানি উন্নয়ন বোর্ড।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস বলেন, উপজেলার বিশ্বম্ভরপুর শক্তিয়ারখলা সড়কের একশো মিটার এলাকায় দিয়ে ঢলের পানি প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু বকর সিদ্দিক বলেন, সীমান্তের ওপাড়ে বৃষ্টিপাত হওয়ায় সুরমা নদীর পানি বাড়ছে। তবেএখনো বিপদ সীমা অতিক্রম করেনি। সুনামগঞ্জে গত দুইদিন যাবৎ বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বাড়বে।