বিয়ানীবাজারে চোরাই মোটর সাইকেলসহ চোর আটক
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ৯:২৮:৪৪ অপরাহ্ন
বিয়ানীবাজার প্রতিনিধি::
বিয়ানীবাজার থানা পুলিশ মোটরসাইকেল চোর সিন্ডিকেটের এক সদস্যকে গ্রেফতার করেছে। গত সোমবার দিবাগত রাতে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় বিয়ানীবাজার দুবাগ ইউনিয়নের পশ্চিম চরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোটরসাইকেল চোরের নাম কামরুল আলম রেজা (২০)। সে উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারপাত আষ্টঘরী এলাকার নাজমুল আলমের পুত্র।
পুলিশ জানায়, বিয়ানীবাজার থানার পুলিশের এসআই সিরাজুল ইসলাম একদল পুলিশ নিয়ে রাতে টহলে ছিলেন। রাত সাড়ে ১১ টার দিকে মোটর সাইকেল চুরি যাওয়ার খবর পেয়ে দুবাগের পশ্চিম চরিয়া এলাকায় পৌছালে স্থানীয় জনতার সহযোগিতায় চুরি করা মোটর সাইকেলসহ এক চোরকে আটক করে থানায় নিয়ে আসে। আটকের পর থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেল চুরির ব্যাপারে পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর বলেন, আটককৃত রেজার বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, রেজার দেয়া তথ্যের ভিত্তিতে মোটর সাইকেল চুরির সাথে জড়িত সিন্ডিকেটের অনেককে আটক করা সম্ভব হবে।