নগরীর তালতলা থেকে ৩৪ জুয়াড়ী আটক : ৬৩ হাজার টাকা উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ৯:৩৫:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সিলেট নগরীর তালতলা থেকে ৩৪ জুয়াড়ীকে আটক করেছে মহানগর পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬৩ হাজার ১২১ টাকাসহ জুয়ার সরঞ্জামাদি জব্ধ করা হয়। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় তালতলাস্থ নন্দিতা সিনেমা হলের সামনে জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। অভিযানের নেতৃত্ব দেন মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম।
আটককৃতরা হলেন- মোঃ সবুজ মিয়া (২৬), রুহুল আমিন (২২), মোঃ রফিক মিয়া (২৪), মোঃ মিলন আহমদ (৩০), মোঃ তজিমুল ইসলাম নবাব (২৫), মোঃ ফরহাদ শেখ (৩২), মোঃ আখতার হোসেন (২৫), মোঃ বাবুল (২৪), মোঃ শফিক মিয়া (৫০), মোঃ মোক্তার খান (২৭), মোঃ সফিকুল ইসলাম (২২), মাসুম আহমদ (২৪), দীপক রায় (২৭), ইনতাজ আলী (২৭), মোঃ মাসুম মিয়া (২৫), মোঃ হাবিবুর রহমান (২০), মোঃ জসিম আহমদ (৪৬), মোঃ আব্দুল গনি (৩২), মোঃ শাহিন মিয়া (৩৫), মোঃ ফেরদৌস আহমদ (৩০), মোঃ জামাল হোসেন (২২), মোঃ জাকির হোসেন (২৫), মোঃ আব্দুর রহিম (২৪), এস.কে হারুন (৩৮), মোঃ কামরুল ইসলাম (৩২), অরুন কুমার ঘোষ (৪৩), আবু তাহের (৩৮), মোঃ টিটু মিয়া (২৪), মোঃ সিরাজুল ইসলাম (৩০) কে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র (মিডিয়া) অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা ।