ইংল্যান্ডকে হারানোর কৌশল জানে অস্ট্রেলিয়া’
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৯, ১১:৩২:১৯ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক :
এনিয়ে স্টার্ক বলেছেন, ‘এই ম্যাচে তারা জেসন রয়কে পাবে। আমরা কোনও কিছু পাল্টাব কিনা সেটা নিয়ে আলোচনার জন্য কয়েক দিন আছে। কিন্তু শেষবার যখন আমরা ইংল্যান্ডের বিপক্ষে খেললাম, সেটা ছিল অনুকরণ করার মতো।’
চলতি বিশ্বকাপে ৯ ম্যাচে ২৬ উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক। আর এক উইকেট পেলে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ শিকারের গ্লেন ম্যাকগ্রার রেকর্ড ভেঙে দেবেন তিনি।
লর্ডসে গত ২৫শে জুন ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ৭ উইকেটে করে ২৮৫ রান। তারপর ইংল্যান্ডকে তারা গুটিয়ে দেয় ২২১ রানে। ওই ম্যাচে দ্বিতীয় বলে ইংলিশ ওপেনার জেমস ভিন্সকে সাজঘরে ফেরায় অজিরা। স্বাগতিকরা একসময় ৫৩ রানে হারায় ৪ উইকেট। ইংলিশদের বিপক্ষে সেদিন অস্ট্রেলিয়ার বল হাতে পাঁচ উইকেট নেন তরুণ পেসার জেসন বেরেনডর্ফ। আর স্টার্ক ৪৩ রানে নেন ৪ উইকেট।
এই বিশ্বকাপে দুটি ম্যাচ হেরেছে অস্ট্রেলিয়া। স্টার্কের মতে, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্রুত উইকেট নিতে পারেনি দেখেই জয়ের স্বাদ পায়নি তারা। হেরে রাউন্ড রবিন লীগ শেষ করেছে অজিরা। সেমিফাইনালে ওই ব্যর্থতা প্রভাব ফেলবে না মনে করেন স্টার্ক। অজি পেসার বলেন, ‘বিশ্বকাপ জিততে হলে প্রত্যেককে হারাতে হবে আপনার। সেমিফাইনালে এখন আমাদের সামনে বড় ম্যাচ। আশা করি আমরা তাদের হারাবো এবং আরেকটি ফাইনালে পা রাখবো।