বিশ্বনাথের আতাপুর-পরগনা বাজার সড়ক ভেঙ্গে যাচ্ছে ট্রাক চলাচলে
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৯, ১:৪৪:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়েনের আতাপুর-পরগনা বাজার পর্যন্ত রাস্তার পাকাকরণের কাজ শেষ হওয়ার আগেই বালু ব্যবসায়ীরা ট্রাক দিয়ে মালামাল পরিবহন করায় রাস্তা নষ্ট হওয়ার আশংকা রয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। একারনেই এলাকাবাসী কয়েকটি সভা করেও কোন সুরাহা হচ্ছে না। বালু ব্যবসায়ীরা বড় বড় ট্রাক দিয়ে বালু পরিবহন বন্ধ না করলে শিঘ্রই রাস্তা নষ্ট হওয়ার আশংকা করেছেন এলাকাবাসী।
সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের আতাপুর-পরগনা বাজার পর্যন্ত রাস্তার সংস্কার কাজ গত রমজানের পূর্বে শুরু হয়। কিন্তু এখন পর্যন্ত এ পাকাকরনের কাজ সম্পন্ন হচ্ছে না। কিন্তু এ সড়ক দিয়ে বালু ব্যবসায়ীরা ট্রাকে বালু পরিবহন করায় দীর্ঘ ১০ বছরে এ সড়কে গর্তে পিছ উঠে বড় বড় গর্ত হওয়ায় এলাকার রোগীসহ লোকজন যাতায়াতে সীমাহীন দূর্ভোগ পেতে হয়েছে। দীর্ঘদিন পর প্রচেষ্টা চালিয়ে এ সড়ক পাকাকরনের ব্যবস্থা করেন এলাকাবাসী। কিন্তু এখনও বালু ব্যবসায়ীরা সুরমা নদী থেকে বালু উত্তোলন করে বালু পরিবহন করে রাস্তা নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন। এ ব্যাপারে এলাকাবাসী স্থানীয় প্রীতিগঞ্জ বাজার ও পরগনা বাজারে কয়েকবার আলোচনা সভার আয়োজন করেন।
সর্বশেষ গত শনিবার বাদ মাগরিব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকাবাসীর পক্ষ থেকে বালু ব্যবসায়ীদের আমন্ত্রন জানানো হয়। তারা না এসে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুরুজ্জামানের মাধ্যমে এক সপ্তাহের সময় চান। তখন এলাকাবাসী তাদেরকে এক সপ্তাহের সময় দেন এবং আগামী শনিবার সন্ধ্যায় স্থানীয় পরগনা বাজারে সভায় উপস্থিত হওয়ার জন্য সময় দেন। দূর্লভপুর গ্রামের বাসিন্দা বিশিষ্ট মুরব্বী আব্দুল গফুর জানান, এ রাস্তায় বড় ট্রাক দিয়ে বালু পরিবহন না করা হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। কারন বড় বড় ট্রাক দিয়ে মালামাল পরিবহন করলে রাস্তা নষ্ট হবে। এ রাস্তা নতুন ভাবে নির্মাণ কাজ হওয়ায় এলাকাবাসী রাস্তা রক্ষনা বেক্ষনের চেষ্টা চালাচ্ছে। কিন্তু অসাধু বালু ব্যবসায়ী তাদের ফায়দা লুটতে এ রাস্তা নষ্ট করছেন। এজন্য আতাপুর মোড়ে একটি গেইট নির্মাণ করতে প্রশাসনের সহায়তা চান তিনি।
এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী মনির আহমদ জানান, বালু ভর্তি ট্রাক এ রাস্তা দিয়ে যাতায়াত করায় পাকা করণ কাজ করতে আমরা ভোগান্তি পেতে হচ্ছে। এলাকাবাসী এসব বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেয়া জরুরী বলে তিনি মনে করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ তালুকদার পরাগ জানান, এ রাস্তায় বড় বড় ট্রাক দিয়ে বালু ব্যবসা বন্ধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ জন্য এলাকাবাসীর সহায়তা প্রয়োজন বলে তিনি মনে করেন। আতাপুর মোড়ে গেইট নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, এলাকাবাসীর সহায়তা পেলে স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে গেইট নির্মাণ সম্ভব। তাই সকলের সহযোগীতা প্রয়োজন।