যানবাহন কাদায় আটকা পড়ে যানজট ছাতকে সড়ক প্রশস্তকরণ কাজে ধীরগতি
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৯, ৩:০৩:৪৯ অপরাহ্ন
আমিনুল ইসলাম হিরন, ছাতক থেকে::
সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রশস্তকরণ এবং ছাতকের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট ও জাউয়াবাজার সড়কে আরসিসি ঢালাই কাজের ধীরগতির কারণে বৃষ্টির পানি ও কাদায় একাকার হয়ে এখন চরম জন-দুর্ভোগ দেখা দিয়েছে। ক’দিন ধরে প্রায়ই এ সড়কে মালবাহী কিংবা যাত্রীবাহী যানবাহনের চাকা কাদায় দেবে গিয়ে আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হতে দেখা গেছে। এসব যানজটে আটকা পড়ে সড়কে চলাচলরত যাত্রী সাধারণের সীমাহীন দূভোর্গ পোহাতে হচ্ছে। এসব যানজট নিরসনে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশদেরও হিমশিম খেতে দেখা গেছে।
স্থানীয়দের অভিযোগ, সিলেট-সুনামগঞ্জ সড়কে প্রত্যহ অসংখ্য মালবাহী ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে থাকে। জনগুরুত্বপূর্ণ এ সড়কের গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার, পাগলা ও দিরাই এলাকার আরসিসি ঢালাইসহ সড়ক প্রশস্তকরণ কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো ধীরগতিতে কাজ করছেন। বর্ষা মৌসুমের পূর্বে সড়কের কাজ শেষ না করায় এর চরম খেসারত দিতে হচ্ছে সড়কে চলাচলরত জনসাধারণকে। প্রায়ই সড়ক প্রশস্তকরণের জন্য খুঁড়া গর্তে কিংবা আরসিসি ঢালাই কাজের জন্য সড়কে জমে থাকা পানি ও কাদার মধ্যদিয়ে যানবাহনে যাতায়াত করতে গিয়ে গাড়ির চাকা কাদায় দেবে গিয়ে আটকা পড়ে সৃষ্ট হচ্ছে দীর্ঘ যানজট। বিশেষ করে বহুল জনগুরুত্বপূর্ণ ছাতকের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট ও জাউয়াবাজার সড়কে আরসিসি ঢালাই কাজ এখনো শেষ না হওয়ায় সামান্য বৃষ্টিপাত হলে সড়কে জমে থাকা বৃষ্টির পানি ও কাদায় যানবাহন আটকা পড়ে মাত্রাতিরিক্ত যানজট সৃষ্টি হচ্ছে। এতে এখানকার জনসাধারণের যাতায়াতে চরম ভোগান্তিসহ স্থানীয় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। দ্রুত সড়ক প্রশস্তকরণ ও আরসিসি ঢালাই কাজ সম্পন্ন করে নিরাপদে যানবাহন চলাচলের সুযোগ সৃষ্টি করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
গোবিন্দগঞ্জ ট্রাফিক পুলিশের টিএসআই নূর আলম বলেন, সড়কে সৃষ্ট গর্ত, বৃষ্টির পানি ও কাদার কারণে অনেক সময় বিভিন্ন ভারি যানবাহনের চাকা দেবে গিয়ে যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট নিরসনে তিনি ও তার পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সড়কের হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই রনু মিয়া, এএসআই শরিফ মাহমুদ, এএসআই নাজমুল ও এএসআই শামছুল ইসলাম বলেন, কখনো কখনো সড়ক প্রশস্তকরণের জন্য খুঁড়া অংশ আর সড়কে বৃষ্টির পানিতে সৃষ্ট গর্তের কারণে রাতের বেলা দূর পাল্লার যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচলে ব্যঘাত সৃষ্টি হচ্ছে। অনেক সময় যানবাহনের চাকা গর্তে দেবে গিয়ে আটকা পড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। তাদের দৃষ্টিতে সিলেট-সুনামগঞ্জ সড়কের প্রশস্তকরণ কাজ, গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার, পাগলা ও দিরাই রাস্তার আরসিসি ঢালাই কাজ দ্রুত সম্পন্ন করা হলে সড়ক যানজট মুক্ত হবে এবং এ সড়কে দূর্ঘটনাও কমে আসবে।
এব্যাপারে সওজ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী রমজান আলী বলেন, প্রথম ধাপের কাজগুলো শেষ হলেও বৃষ্টির কারণে দ্বিতীয় দাপের কাজগুলো সম্পন্ন করা সম্ভব হচ্ছেনা। তবে যানবাহন চলাচলের রাস্তায় গর্তস্থানে ইতোমধ্যে বালি ও ইট ফেলার ব্যবস্থা করা হয়েছে।