বড়লেখা পৌরসভার সাড়ে ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৯, ৩:২২:২৯ অপরাহ্ন
বড়লেখা পৌরসভায় কোন ধরণের কর বৃদ্ধি না করেই ২০১৯-২০২০ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন পৌর
মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। বুধবার দুপুরে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি নতুন অর্থবছরের জন্য সর্বমোট ৩৭
কোটি ২৬ লাখ ১৩ হাজার ৭১৯ টাকার বাজেট ঘোষণা করেন।
দুই ক্যাটাগরিতে ঘোষিত বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, মোট রাজস্ব ব্যয় ৩ কোটি ৯৬
লাখ ৯৩ হাজার ৭১৯ টাকা এবং রাজস্ব উদ্বৃত্ত ২ লাখ ২০ হাজার টাকা দেখানো হয়। অপর দিকে বার্ষিক উন্নয়ন খাতে আয় ও ব্যয় ৩৩
কোটি ২৭ লাখ ধরে উদ্বৃত্ত শূন্য দেখানো হয়েছে।
পৌরসভার প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদের সভাপতিত্বে ও তরুণ পৌর কাউন্সিলার রেহান পারভেজ রিপনের পরিচালনায়
অনুষ্ঠিত বাজেট ঘোষণার সভায় অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক
ও নারীশিক্ষা একাডেমি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, এনআরবি ব্যাংকের পরিচালক বিশিষ্ট শিল্পপতি আব্দুল
করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি হাজী আলাউদ্দিন আলাই, পৌর কাউন্সিলার
আব্দুল হাফিজ ললন, আব্দুল মালিক ঝুনু, পিসি সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, ব্যবসায়ী সাইফুল ইসলাম
খোকন, জাকির হোসেন প্রমূখ।