মানবতার আরেক নাম পুওর কেয়ার কুইক রেসপন্স টিম
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৯, ৩:৩৫:১২ অপরাহ্ন
হবিগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠিত ‘পুওর কেয়ার কুইক রেসপন্স টিম।’ গত ৭ নভেম্বর ২০১৮ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
পুওর কেয়ার কুইক রেসপন্স টিম গঠনের উদ্দেশ্য হলো জরুরী মুহূর্তে অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং অসহায় ব্যক্তিটিকে সরকারি-বেসরকারি আর্থিকসহ অন্যান্য সহায়তা প্রদান করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। পুওর কেয়ার কুইক রেসপন্স টিম পরিচালনায় একজন টিম ডিরেক্টর (পদাধিকার বলে ইউএনও, বাহুবল), একজন কো-অর্ডিনেটর ও ১০ জন সদস্য নিয়ে মোট ১২ সদস্যদের একটি টিম। সমাজের অভাবগ্রস্ত ও বিপদগ্রস্ত, অবহেলিত মানুষ যারা, আর্থিক অনটনের কারণে চিকিৎসা করাতে পারছে না। যোগাযোগ ও সমন্বয়ের অভাবে দুর্ভোগে পড়ে থাকা মানুষগুলোর পাশে দাঁড়ানো এই টিমের লক্ষ্য।
সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করে অসহায়, দরিদ্র ও পীড়িত মানুষের জন্য আর্থিক সাহায্য সংগ্রহ করে আর্তপীড়িত, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পুওর কেয়ার কুইক রেসপোন্স টিম কাজ করে। সামাজিক যোগাযোগের কল্যাণে টিম এ পর্যন্ত ৪,৯৮,৪৩০ টাকা বেসরকারি অনুদান সংগ্রহ করে অসহায় মানুষদের আর্থিক সহযোগিতা করেছে।
অগ্নিদগ্ধ সাত বছরের শিশু সাদিয়া ও এক প্রসূতি আতুঁড়ঘরে অগ্নিদগ্ধ রুবিনা খাতুন, স্বামীহারা সন্তানদের নিয়ে অসহায় জয়তুন, ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্রী পপি আক্তার (মারা গেছে) সড়ক দুর্ঘটনা আহত মাদরাসার ছাত্র আব্দুল ওয়াদুদসহ অনেক টিমের আর্থিক সহযোগিতা পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। অতি দারিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, দাফন কাফনের সাহায্য ইত্যাদি কল্যাণে কাজ করে থাকে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে আর্থিক সহায়তা দিতে দেশবিদেশ হতে অনেকই এগিয়ে আসেন। মানবতাবাদী বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (বর্তমানে ফেঞ্চুগঞ্জ) মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বে মানবতার টানে এগিয়ে আসা ক’জন তরুণ সাংবাদিকের লেখনীতে উঠে আসা অসহায় অগ্নিদগ্ধ সাদিয়া ও রুবিনার অহায়ত্বের গল্প প্রচার হয়। ফলে দেশ বিদেশ হতে দানশীল মহৎপ্রাণ ব্যক্তিগণ সাহায্য পাঠাতে থাকেন। অগ্নিদগ্ধ সাদিয়া ও রুবিনার পাশে এসে দাঁড়ান হবিগঞ্জের ডিসি মাহমুদুল কবীর মুরাদ। তিনি ব্যক্তিগত ও বিভিন্ন দপ্তর হতে সরকারি আর্থিক সাহায্য প্রদান করেন।
বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও টিম ডিরেক্টর মো: জসীম উদ্দিনের নেতৃত্বে শৃঙ্খলা ও স্বচ্ছতার সাথে কাজ করে পুওর কেয়ার কুইক রেসপোন্স টিম। এ টিম স্বাচ্ছন্দ্যে আর্তমানবতার জন্য যাতে কাজ করতে পারে এর জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। তাৎক্ষণিক দুর্যোগ ও জরুরী প্রয়োজনে কারো আর্থিক সহযোগিতা পাওয়া কঠিন হয়ে পড়ে।
সম্পুর্ণ রাজনৈতিক মুক্ত, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সরকার ও স্থানীয় প্রশাসনের সহায়ক শক্তি হিসাবে মানবিক কাজে এই টিম অংশগ্রহণ করছে। দেশ বিদেশ হতে মানবিক সাহায্য গ্রহণ করার জন্য টিমের নামে যৌথ স্বাক্ষরে একটি একাউন্ট রয়েছে।
হিসাবের নামঃ পুওর কেয়ার কুইক রেসপন্স টিম, সঞ্চয়ী হিসাব নং ৫৭০২৬-০১০১১৩৫০, সোনালি ব্যাংক, বাহুবল শাখা, হবিগঞ্জ।