এসএমপি’র মাসিক কল্যাণ ও অপরাধ সভা
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৯, ৮:৫৬:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
সিলেট মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল বুধবার সকাল ১০টায় পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। সভায় এসএমপি কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম সভাপতিত্ব করেন। সভায় কমিশনার সকলকে সেবার মনমানসিকতা নিয়ে আরো ভালোভাবে কাজ করার জন্য সকলেন প্রতি নির্দেশ প্রদান করেন এসময় সকল পদবীর অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
পরে দুপুর ১২টায় কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম এর সভাপতিত্বে নাইওরপুলে এসএমপি সদর দপ্তরে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব পরিতোষ ঘোষ সহ সকল উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার ওসি সহ র্যাব-৯ এর প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর প্রতিনিধি, হাইওয়ে পুলিশের প্রতিনিধি, বিজ্ঞ মহানগর আদালতের প্রতিনিধি, পিবিআই সিলেট এর প্রতিনিধি ও সি.আই.ডি সিলেট এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পরে সভায় জুন মাসের ভালো কাজের জন্য এসএমপি’র জালালাবাদ থানার এসআই চন্দ্র শেখর বড়–য়া, বিমানবন্দর থানার এসআই আব্দুল বাতেন ভূইয়া, দক্ষিণ সুরমা থানার এসআই শাহিন মিয়া, শাহপরন থানার এসআই সোহেল রানা, ডিবির এসআই সৌমেন দাস, ট্রাফিক বিভাগের সার্জেন্ট নুরে আলম সিদ্দিকী, কোতোয়ালী থানার এএসআই তৈয়বুর রহমান পাশা, মোগলাবাজার থানার এএসআই মো. ইকবাল হোসেন পুরস্কৃত করা হয়।
এদিকে সম্মেলন কক্ষে এসএমপির ২০১৯-২০২০ খ্রি. অর্থ বছরের কর্মকান্ড সম্বলিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে এসএমপি’র পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম এর সাথে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম নিজ নিজ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন। একই সময়ে এসএমপি’র সংশ্লিষ্ট বিভাগের উপ-পুলিশ কমিশনারদের সাথে নিজ নিজ বিভাগের থানাসমূহের অফিসার ইনচার্জদের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো.কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (পিওএম) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি ও প্রসিকিউশন) সঞ্জয় সরকার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনা (মিডিয়া) জেদান আল মুসা সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।