এমপি সুলতান মনসুর বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৯, ৯:০৪:৩৮ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদকে মঙ্গলবার বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে। বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটিতে স্পিকার বেগম শিরীন শারমিন চৌধুরীকে সভাপতি করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ,আমির হোসেন আমু, তোফায়েল আহমদ,শেখ ফজলুল করিম সেলিম,ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া,আনিসুল হক এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।
উল্লেখ্য ডাকসুর সাবেক ভিপি এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ নব-নিযুক্ত সদস্য ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পদে দায়িত্বে রয়েছেন।