সাংবাদিকদের সাথে ইশা ছাত্র আন্দোলনের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৯, ১২:৩৬:২৭ অপরাহ্ন
আগামী ২ আগস্ট ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও র্যালি সফল করার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় বন্দরবাজারস্থ জেলা কার্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি মুহাম্মদ ফয়জুল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান। সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ, সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দীন, ইশা ছাত্র আন্দোলন নগর সভাপতি আবু তাহের মিসবাহ। এতে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাব এর সহ সভাপতি মো: গোলজার আহমদ, যুগান্তর সিলেট প্রতিনিধি মামুন আহমদ, সিলেটের ডাক এর জাবেদ আহমদ, আলী আহমদ, সবুজ সিলেট এর শাহ মুহাম্মদ কয়েছ আহমদ, বিজয়ের কন্ঠ এর কেএইচ মিতু, দৈনিক সুদিনের শরীফ গাজী, জাবেদ ইমরান।
আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আলীম উদ্দীন, দফতর সম্পাদক মকবুল হুসাইন, ক্বওমী মাদরাসা বিষয়ক সম্পাদক মুহাম্মদ সাইদ আহমদ, কলেজ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম শামীম, স্কুল সম্পাদক মোর্শেদ চৌধুরী, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম প্রমূখ। বিজ্ঞপ্তি