বড়লেখায় জাহেদ সুপার মার্কেটে দুঃসাহসিক চুরি
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৯, ১:০১:০৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি::
বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনীর জাহেদ সুপার মার্কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চুরেরা দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে দাবী করেছেন মার্কেটের মালিক। মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘঁনায় মামলা করেছেন ব্যবসায়ী জাহেদ আহমদ।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনীর জফরপুর-গঙ্গারজল রোডের জাহেদ সুপার মার্কেটের ডিপার্টমেন্টাল ষ্টোরের স্বত্বাধিকারী মো. ইছকন্দর আলী, তার ছেলে জাহেদ আহমদ ও কর্মচারিরা প্রতিদিনের ন্যায় সোমবার রাতে ১১ টায় ডিপার্টমেন্টাল ষ্টোর বন্ধ করে মার্কেট সংলগ্ন বাসায় চলে যান। ভোর সাড়ে পাঁচ টার দিকে ঘুম থেকে উঠে বাসার দরজা খুলতে গিয়ে দেখেন বাহিরে থেকে প্রতিটি দরজায় গাছের টুকরো দিয়ে জ্যাম দেয়া। প্রতিবেশিদের সহায়তায় গাছের গুড়ি সরানোর পর ঘর থেকে বেরিয়ে দেখেন ডিপার্টমেন্টাল ষ্টোরের পিছনের সাটার এবং ষ্টীলের দরজার তালাগুলো ভাঙ্গা। ভিতরে প্রবেশ করে দেখেন জিনিজপত্র এলোমেলো ও ক্যাশ বাক্স ভাঙ্গা।
ইছকন্দর আলী ও তার ছেলে জাহেদ আহমদ জানান, তালা ভেঙ্গে চোরেরা দোকানের ভিতরে প্রবেশ করেই সিসি ক্যামেরার মনিটরের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তালা ভাঙ্গা ও ভিতরে প্রবেশ করা পর্যন্ত মুখ বাঁধা চোরদের ফোটেজ সিসি ক্যামেরায় পাওয়া গেছে। চোরেরা ক্যাশবাক্সে রক্ষিত ৩৫ হাজার টাকা, ফ্লেক্সিলোড ও বিদ্যুৎ বিল পরিশোধের তিনটি মোবাইল ফোন, মোবাইল রিচার্জ কার্ডসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. জসীম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে মঙ্গলবার রাতে থানায় মামলা হয়েছে। সিসি ক্যামেরার ফোটেজের সুত্র ধরে পুলিশ চোরচক্রকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।