বড়লেখায় ভারি বর্ষণে জলাবদ্ধতা, জনদুর্ভোগ
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৯, ১:১৬:৩৯ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি ::
বড়লেখায় বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া টানা ভারি বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলের পানিতে উপজেলার বিভিন্ন গ্রামীণ রাস্তাঘাট প্লাবিত হওয়ায় দেখা দিয়েছে চরম জনদুর্ভোগ।
টানা বৃষ্টিপাতে উপজেলার সর্বত্র জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে উঠতি আউশ ধানের ক্ষেত। বড়লেখার সোনাই নদী, কন্ঠিনালা, ধলইছড়া, মাধবছড়া, ষাটমাছড়া, নিখড়ীছড়াসহ সবকটি নদী, নালা ও ছড়ার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এসব নদী-নালার তীরঘেষা রাস্তায় ভাঙ্গন দেখা দিয়েছে। বৃদ্ধি পাচ্ছে হাকালুকি হাওরের পানি।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার জানান, ২-৪ ঘন্টা পরেই ঢলের পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ১ দিনের বেশি পানিতে নিমজ্জিত না থাকলে উঠতি আউশ ধানের চারার ক্ষতির আশংকা নেই।