তাহিরপুরে বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৯, ১:৩৪:৩২ অপরাহ্ন
তাহিরপুর সংবাদদাতা::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও নিন্মাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুক মিয়া তার নিজ ইউনিয়নের পুরানঘাট, শান্তিপুর, জনতা, ব্রম্মানগাঁওসহ বিভিন্ন বন্যা কবলিত গ্রামের পরিবারের মাঝে নিজ তহবিল থেকে শুকনো খাবার বিতরণ করেন। এ সময় সাথে ছিলেন, হারিছ মিয়া, আশরাফুর ইসলাম আকাশ, ওয়াদুদ মিয়া, সায়েদ মিয়া, মলু হোসেন প্রমুখ।
উল্লেখ্য, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা পাঁচ দিনের প্রবল বৃষ্টিপাতের কারণে সীমান্ত নদী এবং পাহাড়ি ছড়া ভেদ করে ঢলে পানি ঢুকে পানিবন্দি করে ফেলে উপজেলার উজান ও নিম্নাঞ্চলের গ্রামীণ জনপদগুলোকে। যে কারণে গ্রামীণ হাটবাজারগুলোতে ঢলের পানি প্রবেশ করায় দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
অন্যদিকে বিভিন্ন গ্রামীণ বসতিতে ঢলের পানি ঢুকে পড়ায় কোনো কোনো পরিবারে সকাল থেকে রাত অবধি চুলো জ্বালানো সম্ভব হয়নি। ফলে পানিবন্দি পরিবার গুলোতে দেখা দেয় শুকনো খাবারের তীব্র সংকট।