দোয়ারাবাজারে শ্রেষ্ঠ পরিদর্শক সম্মাননা পেলে মো. রেদওয়ান
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৯, ১:৩৯:৩১ অপরাহ্ন
বিশ্ব জনসংখ্যা দিবসে দোয়ারাবাজার উপজেলায় স্বাস্থ্যসেবায় দক্ষতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন কর্মকর্তাদের সম্মানিত করা হয়েছে। উপজেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ পরিদর্শক নির্বাচিত হয়েছেন রেদওয়ানুর রহমান।
গতকাল বৃহস্পতিবার দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা তার কার্যালয়ে তার শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য সনদ ও ক্রেস্ট তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহ, কৃষি বিভাগ ও অন্যান্য বিভাগের কর্মকর্তা এবং পান্ডারগাও ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমদ। বিজ্ঞপ্তি