সিটি হার্ট মার্কেটে চুরি মামলায় তিন জনের আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৯, ২:৩৮:৫৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সিলেট নগরীর সিটি হার্ট মার্কেটে চুরির মামলায় তিনজন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছে। সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মোস্তাইম বিল্লাহর আদালতে গতকাল বুধবার হানিফুর রহমান দুলাল ওরপে দিপুসহ তিনজন এ জবানবন্দি প্রদান করেন। পরে আদালতের নির্দেশে পুলিশ তাদেরকে কারাগারে নিয়ে যায়।
সিলেট নগরীর বন্দর বাজারের সিটি হার্ট মার্কেটে গত ২১ মার্চ চুরি সংঘটিত হয়। এ ঘটনায় হাজি উস্তার মিয়া বাদী হয়ে কোতোয়ালী থানার টাঙ্গাইল জেলার সদরের জোফারী পাড়ার জিগলিয়া গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র হানিফুর রহমান দুলাল ওরপে দিপু (৪০), ব্রাহ্মন বাড়িয়ার বানচারপুর উপজেলার পাহাড়তলী গ্রামের এরশাদ মিয়ার পুত্র আলী আহমদ (১৬) ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ কান্দিগাও গ্রামের আব্দুর রাইমের পুত্র মো. রেহান উদ্দিন (৪০)সহ কয়েক জনকে আসামী করে মামলা দায়ের করেন। যার নং ২৯ তারিখ ২১/০৩/১৯ ধারা ৪৫৭/৩৮০/৩৪ দন্ডবিধি। এ মামলায় গতকাল ডিবি পুলিশ অভিযান চালিয়ে হানিফসহ তিনজনকে গ্রেফতার করে। তারা আদালতে চুরির সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে জাবানবন্দি প্রদান করেন। আসামীর স্বীকারোক্তিতে চুরিকৃত মালামাল উদ্ধার করা হয়।