বারহালে ডাকাত আতংক
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৯, ২:৫৩:২৬ অপরাহ্ন
জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের পরচক বটরতল এলাকায় গভীর রাতে অপরিচিত লোকজনের রহস্যজনক আনাগোনায় এলাকার মানুষ আতংকগ্রস্ত হয়ে পড়েছে। বিষয়টি জকিগঞ্জ থানার ওসিকে অবহিত করা হয়েছে।
প্রকাশ, উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলী বাজার পূর্ব সিলেটের একটি বৃহত্তম হাট। বাজার থেকে ক্রেতা-বিক্রেতারা গভীর রাতে বাড়িতে ফেরার সময় পরচক বটরতল এলাকায় অপরিচিত কিছু লোককে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এসময় পথচারীরা আতংকগ্রস্ত হয়ে পড়েন। অনেকে তাদেরকে ডাকাত বলে সন্দেহ করছেন। এ ব্যাপারে জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদারের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি আমাকে জানানো হয়েছে। অপরিচিত লোকদের গভীর রাতে আনাগোনা দেখলে তাকে অবহিত করতে তিনি এলাকাবাসীকে জানিয়েছেন।