উল্টো রথটানের মধ্য দিয়ে সমাপ্ত রথযাত্রা
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৯, ২:৫৮:১৬ অপরাহ্ন
সিলেটে উল্টো রথটানের মধ্য দিয়ে বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথদেবের আট দিনব্যাপী উল্টো রথযাত্রা উৎসব সমাপ্ত হয়েছে। বিকাল ৫টা নগরীর রিকাবীবাজারে রথযাত্রার প্রাঙ্গনে পুজার্চ্চনা ও সংকীর্ত্তণের মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের সমাপনী দিনের কর্মসুচী শুরু হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
একাডেমি ফর মনিপুরী কালচার এন্ড আর্টস, সিলেট-এর সভাপতি দিগেন সিংহের পরিচালনায় রথযাত্রার সমাপনীতে কীর্তন ও পুজা অর্চ্চনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর সান্তনু দত্ত সন্তু, অনু সিংহ, অজিত শর্মা, দিগেন সিংহ, সমরেন্দ্র সিংহ, রতন সিংহ, প্রবির সিংহ, বাদু সানা, নিকজিৎ সিংহ, মিন্টু সিংহ। রথাযাত্রার সমাপনীতে কীর্তন পরিচালনা করেন নব সিংহ, আরতি ও প্রার্থনা পরিচালনা করেন বেনু ভূষণ ব্যানার্জী। একই স্থানে একাংশের আগামীকাল ১২ জুলাই উল্টো রথটানের মধ্যে দিয়ে রথযাত্রার সমাপ্তি হবে। এর আগে গত (৪জুলাই) নানান আয়োজনের মধ্যে দিয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের সূচনা হয়। বিজ্ঞপ্তি