বন্যায় প্লাবিত গোয়াইনঘাট ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৯, ৩:০৩:১০ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধিঃ প্রবল বর্ষণে আবারো সিলেট জেলার গোয়াইনঘাটে প্রবল বন্যা দেখা দিয়েছে। এতে উপজেলার ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। হাওরাঞ্চলের দুই শতাধিক বাড়িঘরে প্রবেশ করেছে বন্যার পানি। বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপজেলার সাথে জেলার যোগাযোগ ব্যবস্থা। পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
ইতোমধ্যে উপজেলার ৮০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান হয়ে পড়েছে যোগাযোগ বিচ্ছিন্ন। বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত। বিদ্যুতের তিনটি প্রধান খুঁটি ভেঙ্গে পড়েছে। ফসলী জমির শতকরা ৮০ ভাগ বন্যার পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় গো খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। কাজকর্ম বন্ধ থাকায় অধিকাংশ শ্রমিক ও দিনমজুর পরিবার সদস্যদের নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সর্বোপরি ১০ দিনের মাথায় আবারো বন্যার কারণে উপজেলার জনজীবন বিপর্যস্ত ও হুমকির মধ্যে পড়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে, প্রবল বন্যার বিষয়টি প্রশাসনকে জানিয়ে ৫০ টন চাল ও ৫০ লক্ষ টাকা খয়রাতি সাহায্য চাওয়া হয়েছে। আগামী দিনগুলোতে বন্যার পানি আরো বৃদ্ধির আশংকা রয়েছে। দেখা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নই প্লাবিত। শুধুমাত্র ফতেহপুর ইউনিয়ন তুলনামূলক কম প্লাবিত।