সিলেট সেন্ট্রাল কলেজের নবীন বরণ
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৯, ৮:৩৪:৩০ অপরাহ্ন
আদর্শবান শিক্ষার্থী হিসাবে গড়ে উঠতে হলে ভালো মানুষ হতে হবে। ভদ্র আচার-আচরণ, শৃঙ্খলাবোধ, শিষ্টাচার, নৈতিকতা, নিয়মানুবর্তিতা থাকতে হবে। শিক্ষকরা হচ্ছেন পিতা-মাতা তুল্য। তাদের সাথে সম্মানসূচক ব্যবহার করতে হবে। পড়ালেখার পাশাপাশি নিজের বিবেককে জাগ্রত করতে হবে। মুখস্থ বিদ্যার কোনো মূল্য নেই। তাই ভালো করে অধ্যয়ন করতে হবে যাতে সত্যিকারের জ্ঞান অর্জন হয়। জীবনকে উজ্জ্বলভাবে গড়ে তুলতে হলে লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে হবে।
সিলেট সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী ও এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন মখদ্দুস ও সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল রোটারি গভর্ণর ও সিলেট সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ লে.কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর।
কলেজের প্রভাষক সাব্বির আহমদ ও রমা খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের কো-অর্ডিনেটর মো.জাহিদ হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল মো. জিয়াউর রহমান, গভর্ণিং বডির সদস্য মো. মুর্শেদ আলম। সালমান সোয়েবের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রভাষক শিশির সরকার, সাইদুর রহমান রিপন, বাবুল আক্তার, কাজী রাসেল আহমদ, সামছুদ্দীন, সায়ম শিকদার, শাকিলা সুরাইয়া খন্দকার, ফাতেমা বেগম, সামছুনাহার পিংকী, বিধান সিংহ, লিমন, জুবায়ের আহমদ সাইম।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ লে.কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর বলেন, সিলেট সেন্ট্রাল কলেজ হচ্ছে আদর্শ নাগরিক গড়ার কারখানা। কলেজের শিক্ষক-শিক্ষিকারা নিজের সন্তানের মতো শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দিপনার মাধ্যমে আন্তরিকতার সাথে পাঠদান করেন। বিজ্ঞপ্তি