হজ্ব পালনকারীদের নিরাপত্তায় চালু হচ্ছে ‘স্মার্ট কার্ড’
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৯, ৮:৩৭:২২ অপরাহ্ন
সৌদী আরবের হজ্ব ও উমরাহ মন্ত্রণালয় এ বছর হজ্ব পালনকারীদের জন্য উন্নত প্রযুক্তির স্মার্ট কার্ড ইস্যুর কাজ শুরু করেছে। একটি পাইলট কর্মসূচির আওতায় এবার মিনায় ২৫ হাজার হজ্ব পালনকারীকে পরিধানযোগ্য স্মার্ট কার্ড প্রদান করবে।
এই স্মার্টকার্ডে হজ্ব পালনকারীদের ব্যক্তিগত তথ্য, স্বাস্থ্যের অবস্থা, বাসস্থান ও হজ্ব ভ্রমণ সংক্রান্ত বিস্তারিত বর্ণনা থাকবে। এছাড়া এই স্মার্টকার্ডের সাথে একটি ‘লোকেশন ট্র্যাকার’ বা অবস্থান নির্ধারণকারী যন্ত্রের মাধ্যমে মিনাস্থ একটি কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ রক্ষা করা হবে।
হজ্ব ও উমরাহ মন্ত্রণালয়ের প্রধান পরিকল্পনা ও কৌশল কর্মকর্তা ডঃ আমর আল-মাদ্দাহ বলেন, আমরা যে পরিকল্পনা নিয়ে কাজ করছি, এর প্রথম পর্যায় এটা। আগামী বছর সমূহে সংখ্যা বৃদ্ধিসহ অন্যান্য এলাকায় স্মার্টকার্ড প্রদান করা হবে। এছাড়া মন্ত্রণালয় ২ লাখ হজ্ব পালনকারীর আইডি ইস্যু করছে, যাতে একই ধরণের তথ্য সংরক্ষণ প্রযুক্তি থাকবে। তবে আইডি কার্ডে লোকেশন ট্র্যকিং’ সিস্টেম থাকবে না। এসব কার্ড স্ক্যানযোগ্য। হজ্ব সেবাদানকারীরা এর মাধ্যমে দ্রুত হজ্ব পালনকারীদের সনাক্ত করতে এবং তাদের স্বাস্থ্যগত ইতিহাস জানতে সক্ষম হবেন।
আল মাদ্দাহ জানান, চলতি বছর আইডি কার্ডগুলো স্মার্ট হজ্ব আইডি অ্যাপের সাথে যুক্ত করা হবে, যাতে ট্র্যাকিং লোকেশন, মানচিত্রে ভিড়পূর্ণ স্পট নির্ধারণ ও পরিবহন শিডিউল অন্তর্ভুক্ত থাকবে।
এই স্মার্টকার্ড ও মোবাইল অ্যাপ মন্ত্রণালয়কে হজ্বকালীন সময়ে ভিড়ের পরিস্থিতি সম্পর্কেও অবহিত করবে। এই নতুন প্রযুক্তি হজ্ব এলাকায় বিতরণকৃত কার্ড, ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে ডাটা সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তা করবে।
অনুবাদ : নিজাম উদ্দীন সালেহ
সূত্র : আরব নিউজ।