শামীমাবাদে সংঘর্ষে আহত ৪
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৯, ৮:৪৭:১৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
নগরীর শামীমাবাদে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের ঘটনাটি ঘটে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে মনিকা সিনেমা হলের সামনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, শামীমাবাদ ৫ নং রোডের একটি বাসা দখল নিয়ে দীর্ঘদিন থেকে স্থানীয় দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। গত শনিবার রাতে ঐ বাসা দখল নিতে ২০/২৫ জনের একদল যুবক হামলা চালায়। এরই জের ধরে শামীমের নেতৃত্বে তুষার, জাহেদ কবির চৌধুরী, আলমগীর, ট্যাটু সুহেল শাহীনরা মনিকা সিনেমা হলের পাশে একটি রেস্টুরেন্টে অতর্কিতভাবে ঢুকে হামলা চালায়।
এসময় হামলায় আহত হন শামীমাবাদ এলাকার শওকত মিয়ার ছেলে জুবেল আহমদ (২৫), একই এলাকার শানু মিয়ার ছেলে সাগর আহমদ, তুষার আহমদ ও পীরমহল্লা এলাকার ফয়সাল মিয়ার ছেলে রুমন আহমদ (৩২)। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশী টহল জোরদার করা হয়েছে।