গোলাপগঞ্জে ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৯, ৯:০২:৫২ অপরাহ্ন
গোলাপগঞ্জে ইয়াবা সহ সুহেল আহমদ (৩২) নামের এক যুবককে আটক করেছে গোলাগঞ্জ মডেল থানা পুলিশ। সে ফুলবাড়ী ইউপির বইটিকর এলাকার জহির উদ্দিনের পুত্র। বুধবার রাত ৯ টায় পৌর এলাকার খাসিখাল ব্রীজ সংলগ্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে আলাপ করা হলে তিনি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।