জৈন্তাপুরে গরু চোর চক্রের ২ সদস্য আটক : ৪টি গরুসহ, গাড়ী জব্ধ
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৯, ৯:১১:১৬ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি::
জৈন্তাপুরে গরু চোর চক্রের ২ সদস্য আটক, ৪ টি চোরাই গরু উদ্ধার, গরু বহন কাজে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়েছে। চোরদের বিরুদ্ধে মামলা রেকর্ড করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটের বিভিন্ন এলাকা হতে গরু চোর চক্রের সদস্যরা গরু চুরি করে যাচ্ছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের শাপলা ফিলিং স্টেশন দরবস্ত সরুফৌদ এলাকায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ খান মোঃ ময়নুল জাকিরের নির্দেশে এসআই প্রদীপ রায়ের নেতৃত্বে বৃহস্পতিবার ভোর ৬টায় হাইওয়ে রোড়ে চেকপোষ্ট বসিয়ে ৪টি গরু উদ্ধার, গরু বহন কাজে ব্যবহৃত পিকআপ (যার নং সিলেট মেট্রো-ন-১১-১১১৫) এবং ২ জন গরু চোর চক্রের সক্রিয় সদস্য আটক করে।
আটককৃতরা হল, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের পাখিবিল গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আলীম উদ্দিন (২২) এবং একই ইউনিয়নের রুপচেং গ্রামের গোলাম আকবরের ছেলে মোঃ মুমিন (১৯)। গরু চুরির ঘটনায় জৈন্তাপুর উপজেলার নিজপাট খাসিয়া হাটি গ্রামের মিঠুন চন্দ্র দাস বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে, উদ্ধারকৃত ৪টি গরু ও পিকআপ গাড়ীটি ঐ মামলায় জব্দ দেখিয়ে চোরদের আদালতে প্রেরণ করা হয়েছে।