বালাগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ১২:৫৮:২০ অপরাহ্ন
বালাগঞ্জ প্রতিনিধি::
১১ জুলাই বালাগঞ্জে বিশ্ব জন সংখ্যা দিবস পালন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব। উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, মমতা প্রকল্প, সীমান্তিক এর উদ্যেগে, বালাগঞ্জ উপজেলা হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মোঃ মোস্তাকুর রহমান মফুর।
উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আওয়াল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, মহিলা ভাইস চেয়ারম্যান শেবু আক্তার মনি, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ ইউপি সাবেক চেয়ারম্যান এম এ মতিন, সহকারী কমিশনার ভুমি সুমন চন্দ্র দাশ, ডাঃ মিতুন চৌধুরী, ডাঃ তোফায়েল আহমদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হামিদা বেগম, মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, আনসার ভিডিপি সিনিয়র অফিসার মোঃ রাশেল গাজী, মমতা প্রকল্পের উপজেলা সমন্নয়কারী সুশান্ত কুমার দাশ, টেকলিক্যাল অফিসার বড়–ন চন্দ্র সরকার, সীমান্তিক ম্যানেজার মোঃ ফজলু মিয়া। বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহাব উদ্দিন শাহিন, সাংবাদিক রজত দাশ।
কোরআন তেলাওয়াত করেন ডাঃ শফিকুল ইসলাম, গীতা পাঠ করেন রাগিব ভট্রাচার্য্য।