ওসমানীনগরের শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বিষয়ক আলোচনা
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ১:০৯:০০ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি ::
ওসমানী নগরের পাঁচপাড়াস্থ শাহ্ সিদ্দিক (র.) জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে শিক্ষক-কর্মচারিদের সচেতনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুর ১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিকদার গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে এবং সহ: প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের উপস্থাপনায় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আব্দুস শুকুর, নীলুফা ছমির, রহমত আলী, শিব্বির আহমদ চৌধুরী, রহমত আলী, হোসাইন আহমদ, আব্দুল আলিম, হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম ও কয়েস আহমদ প্রমুখ।