প্রবাসেও বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে হবে — বিধান সাহা
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ১:৪৫:০৫ অপরাহ্ন
মদন মোহন কলেজ ছাত্রলীগের উদ্যোগে জালালাবাদ থানা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল করিম সুমনের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে যাত্রা উপলক্ষে ১১ জুলাই বৃহস্পতিবার এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
কলেজ ছাত্রলীগের সভাপতি এ. কে. এম. মাহমুদুল হাসান সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিফতাহুল হোসেন লিমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে কলেজ ছাত্র সংসদের জি এস মহানগর আওয়ামীলীগ নেতা বিধান সাহা বলেন, সুমন সিলেটের রাজপথে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে যেভাবে ছাত্রলীগের প্রতিটি কর্মসূচীতে সক্রিয়ভাবে কাজ করেছে, তেমনিভাবে যুক্তরাষ্ট্রে গিয়েও বঙ্গবন্ধুর আদর্শ লালন করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সুমনের প্রবাস জীবনের সাফল্য কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি অরুন দেবনাথ সাগর, জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালেদ আহমেদ চৌধুরী, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য রুমেল আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি অপূর্ব দেবনাথ, মিঠন লাল দে, মদন মোহন কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিকন পাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম. রশীদ আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজান আহমদ পারভেজ, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য সুদিন তালুকদার, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক ইলিয়াসি দিনার, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য বিপ্লব দাস, মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন লস্কর জুয়েল, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাহেল আহমদ, যুবলীগ নেতা ফয়সল কাদির পাওয়েল, আমিনুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন, সাহিত্য সম্পাদক আমির হোসেন, সাবেক ছাত্রবৃত্তি সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম, সাবেক সদস্য এম. এ. রিয়াদ, ফেরদৌস আলম বেগ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক জাকারিয়া উল হক, মহানগর ছাত্রলীগ নেতা অপু দাস, কামরুল ইসলাম সুমন, সুমন ইসলাম খান, শপেন্দ্র সরকার, শাবিপ্রবি ছাত্রলীগের সহ সভাপতি মুস্তাকিম আহমদ মুস্তাক, রাজেশ সরকার, আবুল হোসেন আকিব, সাব্বির আহমদ, ছাদিক রহমান, মোহাম্মদ নাঈম আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক এম. এস. ইলিয়াস শাহীন, ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রকি দেব, ২ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন দাস, জুবায়ের আহমদ, বিধান কৃষ্ণ রায়, তারেক আহমদ, অভিজিত দাস প্রমুখ। বিজ্ঞপ্তি