কাটেনি ছাত্রদলের সংকট : দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন আব্বাস-গয়েশ্বর
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ২:২৬:০২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক ::
নতুন কমিটি গঠন ও কাউন্সিল ঘিরে চলমান জাতীয়তাবাদী ছাত্রদলের সংকট আরও ঘনীভূত হচ্ছে। ছাত্রদলের জাদরেল সাবেক নেতাদের দিয়ে গঠিত সার্চ কমিটি, নির্বাচন পরিচালনা কমিটি, বাছাই কমিটি, আপিল কমিটি করেও সামাল দেয়া যাচ্ছে না। অবশেষে বিক্ষুব্ধ ছাত্রদল নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করে সমন্বয় করে একটি সার্থক কাউন্সিল করার দায়িত্ব দেয়া হয় স্থায়ী কমিটির দুই প্রভাবশালী সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়কে। পরিস্থিতি এতটাই ঘোলাটে যে, এ দুই নেতাও তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাচ্ছেন। এমতাবস্থায় ছাত্রদলের পূর্বঘোষিত কাউন্সিল নিয়ে দেখা দিয়েছে এক ধরনের অনিশ্চয়তা।
বিএনপি ও ছাত্রদলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদলের সংকট অচিরেই কাটছে না। ক্ষুব্ধ নেতাদের দাবি অনুযায়ী কাউন্সিলের আগে আহ্বায়ক কমিটি গঠনে রাজি হননি সংগঠনটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমন্বয়ে গঠিত সার্চ কমিটির নেতারা। এ অবস্থায় ফের আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ক্ষুব্ধ নেতারা।
এদিকে ছাত্রদলের সংকট সমাধানে দায়িত্বপ্রাপ্ত স্থায়ী কমিটির দুই নেতা মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় সরে দাঁড়াতে চাইছেন। সার্চ কমিটির নেতাদের আচরণ ‘সম্মানজনক’ না হওয়ায় তারা সরে দাঁড়াতে চাইছেন বলে দুই নেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে স্কাইপের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মির্জা আব্বাস ও গয়েশ্বর রায় ছাত্রদলের চলমান সংকট নিয়ে বিস্তারিত কথা বলেন। পর দিন ক্ষুব্ধ নেতাদের সঙ্গেও দুই নেতার বৈঠকের কথা ছিল।
ছাত্রদলের ক্ষুব্ধ নেতারা বলেন, সার্চ কমিটির নেতাদের প্রতি আমাদের কোনো আস্থা নেই। আমরা দায়িত্বপ্রাপ্ত স্থায়ী কমিটির দুই নেতার মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে লাঞ্ছিত করাসহ প্রতিটি অপ্রীতিকর ঘটনার তদন্ত দাবি করেছি। ওই ঘটনায় সার্চ কমিটিতে থাকা একাধিক নেতাসহ বিএনপিরও সিনিয়র অনেকের ইন্ধন ছিল, যা খুঁজে বের করতে হবে।
বিএনপির প্রভাবশালী এক নেতা বলেন, ছাত্রদলের কমিটি ৩ জুন বিলুপ্ত করার পর সৃষ্ট সংকট সমাধানে সার্চ কমিটি ব্যর্থ হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্রকে দায়িত্ব দেন। তারা দ্রুত বিষয়টি সমাধানের দিকেও নিয়ে যান। এ নিয়ে গত শুক্রবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকেও মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়কে ধন্যবাদ জানানো হয়।
ওই বৈঠকে ব্যারিস্টার মওদুদ আহমদ এই ধন্যবাদ প্রস্তব উত্থাপন করেন। কিন্তু সম্প্রতি সার্চ কমিটির কোনো কোনো নেতার কর্মকা- তাদের মনে সন্দেহের সৃষ্টি করেছে। সার্চ কমিটির কর্মকা-ে মনে হয়েছে, আব্বাস-গয়েশ্বর এবং সার্চ কমিটি মুখোমুখি অবস্থানে, যা দলের ও ওই দুই নেতার জন্য সম্মানজনক নয়। এ কারণেই তারা সরে দাঁড়াতে চাইছেন।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের দায়িত্ব দিয়েছিলেন। আমরা ছাত্রদলের সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করাসহ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছি। বিষয়গুলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও জানেন। এখন বাকি যে কাজ আছে তা দায়িত্বপ্রাপ্ত ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা সমাধান করতে পারবেন বলে আমরা বিশ্বাস করছি। তবে প্রয়োজন হলে যেকোনো সহযোগিতা তাদের প্রতি থাকবে।