বিভিন্ন দল থেকে গণফোরামে নেতাকর্মীদের যোগদান
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ২:৪৬:২৯ অপরাহ্ন
গণফোরামে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আনসার খান বলেছেন, দেশে অস্বাভাবিক হারে ধর্ষনের সংখ্যা বেড়ে চলেছে। দেশের সকল অঞ্চলে মহামারি আকারে ধর্ষণের সংখ্যা বাড়ছে। দেশের নারী সমাজ আজ নিজেদের নিরাপত্তা নিয়ে শংঙ্কিত। তিনি শুক্রবার সিলেট নগরীর এক অভিজাত হোটেলের গণফোরাম সিলেটের উদ্যোগে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
যোগদান অনুষ্ঠানে সিলেটের গণফোরাম নেতা আশরাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এডভোকেট কানাই লাল দাশ, মহনগর গণফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাস, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, গণফোরাম জেলা নেতা মো. নজরুল ইসলাম আজাদ, জেলা নেতা আবুল হোসেন, যুবনেতা আবু জাফর শিহাব। ট্রেইনি এডভোকেট এ.এইছ. শামীমের উপস্থাপনায় যোগদান অনুষ্ঠানে বিভিন্ন দল থেকে বেশ কিছু রাজনৈতিক নেতাকর্মীরা গণফোরামের সদস্য ফরম পূরন করে আনুষ্ঠানিকভাবে গণফোরামে যোগদান করেন। বিজ্ঞপ্তি